সঞ্জয়-কারিশমার সম্পর্ক কি ফের জোড়া লাগছে?

বিচ্ছেদ হয়েছে অনেক আগেই ! এরপর কেটে গেছে প্রায় ৯ বছর। তবে ফের একবার সাবেক স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে দেখা গেল কারিশমা কাপুরকে।  শনিবার মুম্বাইয়ের এক রেস্তোরাঁতে ডিনার ডেটে গিয়েছিলেন সঞ্জয় ও কারিশমা। পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে সঞ্জয়-কারিশমার ডিনার ডেটের ভিডিও উঠে এসেছে। পাপারাৎজ্জো ভাইরাল ভায়ানির অ্যাকাউন্টে পোস্ট হওয়া ভিডিওতে কারিশমাকে ফ্লোরাল প্রিন্টেড পোশাক এবং কালো হিল জুতোয় দেখা গেছে, তার সঙ্গে একটি ব্যাগও ছিল। রেস্তোরাঁ থেকে বের হয়ে কারিশমাকে পাপারাৎজির উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। সঞ্জয় কাপুরকেও পাপারাৎজির ক্যামেরার দিকে হাসি মুখে তাকাতে দেখা যায়। ভিডিওর ক্যাপশানে লেখা হয়েছে, ‘সম্পর্ক…

আরো পড়ুন