নারীদের কাছে লিপস্টিকের গুরুত্ব যেমন আছে, তেমনি সাজসজ্জার এই অন্যতম অনুসঙ্গের আবেদন রয়েছে পুরুষদের কাছেও। নারীরা যে লিপস্টিক লাগিয়ে থাকেন তারও আছে কিছু বিশেষ অর্থ। অনেকেরই হয়তো সেটি জানা নেই। ভিন্ন ভিন্ন রঙের লিপস্টিক প্রকাশ করে ভিন্ন ভিন্ন ভাষা ও আকর্ষন করার ক্ষমতা। লিপস্টিকের রঙ দিয়েই অনেক ক্ষেত্রে প্রকাশ পায় আপনার ব্যক্তিত্ব ও মনের ভাব। আপনার ঠোটের লিপস্টিকের রঙ দেখে বোঝা যাবে আপনি কেমন প্রকৃতির মানুষ বা আপনার মন কেমন কিংবা আপনার মনের অবস্থা ও লিপস্টিকের ভাষা। লাল লিপস্টিক লাল আবেদনময় একটি রঙ। লাল রঙের লিপস্টিক সাধারনত ঠোঁট জোড়াকে আবেদনময়…
আরো পড়ুন