আরআরআর খ্যাত অভিনেতার চিরপ্রস্থান

আইরিশ অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। পানিশার: ওয়ার জোন, থর, কিং আর্থারের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।  সম্প্রতি অস্কারজয়ী ভারতীয় ছবি আরআরআর-এ অভিনয় করেছেন স্টিভেনসন। এসএস রাজামৌলির সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ২১ মে তার মৃত্যু হয়। সেই খবর নিশ্চিত করেছেন তার পাবলিসিস্ট। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সোমবার আরআরআর টিমের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। রে স্টিভেনসনের জন্ম ১৯৬৪ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের লিসবার্নে। তার…

আরো পড়ুন