মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খুলে ফেলা এক যাত্রীকে দক্ষিণ কোরিয়ায় বিমান অবতরণের পর গ্রেফতার করা হয়েছে। খোলা দরজা নিয়েই ১৯৪ যাত্রীর বিমানটি শুক্রবার দক্ষিণ কোরিয়ার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামতে সক্ষম হয়। খবর বিবিসির। আসিয়ানা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সকালে জাপানের জেজু দ্বীপপুঞ্জ থেকে রওনা দিয়েছিল। আটক ব্যক্তির নাম, তিনি কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জরুরি দরজা খুলে ফেলার ঘটনায় ওজেড৮১ ২৪ ফ্লাইটটির অনেক শ্বাসকষ্টজনিত জটিলতায় পড়েন, তাদের পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যে যাত্রী আকাশে থাকা অবস্থাতেই বিমানের দরজা খুলে…
আরো পড়ুন