ঢাকা-১৭ : মনোনয়নপত্র কিনলেন ফেরদৌস

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়ক ফেরদৌস। সোমবার (৫ জুন) ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন ‘হঠাৎ বৃষ্টি’-খ্যাত এই অভিনেতা। অভিনেতা ফেরদৌস আহমেদ এ দেশের অভিনয় জগতের পরিচিত মুখ। দুই দশকের ক্যারিয়ারে দুই বাংলায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা যুক্ত হচ্ছেন সরাসরি রাজনীতিতে, যদিও রাজনৈতিক ব্যানারে এত দিন কাজ করে এসেছেন। চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ফেরদৌস।

আরো পড়ুন

প্রধানমন্ত্রীর যে সবুজ সংকেত আশা করেন ফেরদৌস

ঢালিউডের জনপ্রিয় তারকা ফেরদৌস আহমেদ। বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরে দুই বাংলাতে কাজ শুরু করেন তিনি। অভিনেতা হলেও তাকে বিভিন্ন সময় রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা যায়। এবার নিজেই নির্বাচন করতে চান।  প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুকের মৃত্যুর পর তার আসনটি (ঢাকা-১৭) শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। শোনা যাচ্ছে, ফারুকের আসন থেকেই জাতীয় সংসদের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। দু-তিন দিন…

আরো পড়ুন