ঈদের আগেই দা-বটি শান দেওয়ার ঘরোয়া উপায়

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। আর কোরবানির ঈদ মানেই পশু কোরবানির পর তার কাটাকাটি তাড়াহুড়ো। এ সময় মাংস কাটাকাটি করতে লাগে ধারালো ছুরি বা বটি। তাই আগে থেকে ধার করে নিতে হয় এগুলো। কিন্তু যদি কোন কারণে ধার করাতে ভুলে যান তাহলে ঘরেই খুব সহজে ছুরি এবং বটি ধার করে নিতে পারেন। চলুন জেনে নিই উপায়গুলো- স্টিলের টুকরা: ঘরে যদি স্টিলের টুকরা থাকে তাহলে টুকরাটিকে চুলায় রেখে কিছুক্ষণ গরম করে নিন। এবার এই গরম স্টিলের টুকরায় ছুরি কিংবা বটি ঘষতে থাকুক। কিছুক্ষণ ঘষলেই ধার হয়ে যাবে। তবে হাত সাবধানে রাখবেন অবশ্যই।…

আরো পড়ুন