দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অন্তর্জালে নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন সোশ্যাল মিডিয়ার এই সেনসেশন। শনিবার (২০ মে) নিজের ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। ক্যাপশনে লিখেছেন, ‘এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব। এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন; মনে থাকবে?’ জয়ার সেই পোস্ট ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ১৯ হাজারের বেশি রিয়্যাক্টের পাশাপাশি দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অনেকেই জয়ার রূপে মুগ্ধতার কথা জানিয়েছেন। অবশ্য জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ…
আরো পড়ুন