৬ ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল চেস লিগ শুরু ২১ জুন

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই চেজ ক্লাব ও কালচারাল ক্লাবে আগামী ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্লোবাল চেস লিগ (জিসিএল)। প্রথমবারের মতো ফিদে ও টেক মাহিন্দ্রার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে ৬ ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্ট। এর আগে টুর্নামেন্টের খেলোয়াড় তালিকা প্রকাশ করা হয়েছিল। এবার চূড়ান্ত করা হয়েছে ৬টি দল। জিসিএল লিগ কর্তৃপক্ষের আশা ১৬০ দেশের প্রায় ৬০০ মিলিয়ন দর্শক টিভিতে টুর্নামেন্টটি উপভোগ করবেন। চুড়ান্ত হওয়া টুর্নামেন্টের ৬টি ফ্র্যাঞ্চাইজি হলো ভারত ভিত্তিক ইউ স্পোর্টস, গ্যাংস গ্র্যান্ড মাস্টার্স, বালান আলাসকান নাইটস, ত্রিবেনী কন্টিনেন্টাল কিংস, চিংগারি গালফ টাইটান্স ও এসজি…

আরো পড়ুন