ইউটিউবের মনিটাইজেশন সুবিধার নতুন নীতিমালা

মনিটাইজেশন সুবিধার নতুন নীতিমালা করেছে ইউটিউব।  এখন থেকে চ্যানেলে ৫০০ গ্রাহক থাকলেই আয় করা যাবে।  ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম ২০২৩’  নীতিমালায় এ তথ্য পাওয়া গেছে।  খবর নাইনটুফাইভগুগল ও দ্য ভার্জের। নীতিমালায় বলা হয়েছে, মনিটাইজেশন সুবিধা চালু করতে হলে ইউটিউব চ্যানেলে কমপক্ষে ৫০০ গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে, যা আগে ছিল ১০০০। শুধু তা-ই নয়, ভিডিও দেখার সময় ৪ হাজার ঘণ্টার বদলে ৩ হাজার ঘণ্টা থাকতে হবে। পাশাপাশি আবেদনের ৯০ দিনের মধ্যে কমপক্ষে ৩টি ভিডিও আপলোড করতে হবে। ফলে নতুন এ নীতিমালার আওতায় সহজেই নতুন চ্যানেলগুলো ইউটিউব থেকে আয় করা বা মনিটাইজেশন…

আরো পড়ুন