নিজের সিনেমা হল উদ্বোধন করলেন আল্লু অর্জুন

এমনিতেই ভারতে অনেক প্রেক্ষাগৃহ রয়েছে। যার মধ্যে রয়েছে অনেক মাল্টিপ্লেক্স। এরই মধ্যে সিনেমা ব্যবসাকে আরও প্রসারিত করতে নিজের মালিকানায় নতুন মাল্টিপ্লেক্স চালু করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন। নাম ‘এএএ সিনেমাস’।  সদ্য মুক্তিপ্রাপ্ত প্রভাসের ‘আদিপুরুষ’ প্রদর্শনের মাধ্যমে এই মাল্টিপ্লেক্সের পর্দা উন্মোচিত হয়েছে। ১৫ জুন নিজেই ফিতা কেটে অত্যাধুনিক এ মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন তিনি। এর অবস্থান ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদের আমিরপেটে। এ বিষয়ে আল্লু অর্জুন বলেন, ‘আজ আমাদের উদযাপনের দিন। কারণ বিশ্ব সিনেমার জন্য এএএ সিনেমাসের দরজা খুলে গেছে। সবাইকে আমন্ত্রণ জানাই, আমাদের প্রেক্ষাগৃহে এসে সিনেমার জাদুকরি অভিজ্ঞতা নেওয়ার জন্য।’…

আরো পড়ুন