দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এলো ২০১৮ সাল। রাশিয়া বিশ্বকাপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবহুল বছর গেলো ফুটবলের জন্যে। আজ আমরা সেসব গুরুত্বপূর্ণ ঘটনাই দেখবো, ফিরে দেখবো ২০১৮ সালে ফুটবলের কার্যকলাপগুলোই। ডেভিড আস্তোরির অকাল প্রয়াণ ৪ মার্চ, ২০১৮। ফিওরেন্টিনা বনাম উদিনেসের খেলাকে সামনে রেখে সেদিনই টিম হোটেলে উঠেছে ফিওরেন্টিনা দল। কে জানতো, পরেরদিন অনুষ্ঠিত হতে যাওয়া সব সিরি-আ ম্যাচ স্থগিত হয়ে যাবে ডেভিড আস্তোরির মর্মান্তিক অকাল প্রয়াণে! সেই রাতেই হোটেল রুমে কার্ডিয়াক সমস্যাজনিত কারণে মৃত্যুবরণ করেন ফিওরেন্টিনার অধিনায়ক আস্তোরি। পুরো ফুটবলবিশ্বে শোকের ছায়া নেমে আসে তৎক্ষণাৎ। সিরি-আ এবং সিরি-বির সব ম্যাচ স্থগিত করে…
আরো পড়ুন