শাপলায় বিমোহিত সাতলার লাল শাপলার বিল

এ এইচ অনিক ।। বরিশালঃ সৃষ্টির অপরুপ চিত্র সাতলার লাল শাপলার বিল। আজ যেখানে গাছ থেকে ধান ফুটে বেরোনোর অপেক্ষায় মাঠের পর মাঠ সবুজে সবুজে ছেয়ে আছে। ঠিক এইসব মাঠেই আর মাত্র তিন থেকে চার মাস পরেই দেখা মিলবে লাল শাপলার ফুলে ফুলে ভরা মাঠ। আর ফুলগুলো দেখতে হয়ে থাকে গাঢ় গোলাপি রঙের। তাছাড়াও গাছের পাতাগুলো দেখতেও অনেক বড় এবং সবুজ রংয়ের। শাপলা ফুলগুলো দেখতে শাপলার তুলনায় অনেক বড়। এটি সবার কাছে লাল শাপলা বা রক্ত শাপলা নামেই পরিচিত। বছরের আষাঢ মাসের শুরু থেকে সাতলা সহো এলাকার সব বিলে নুতন…

আরো পড়ুন