আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন আফিফ হোসেন ও ইবাদত হোসেন চৌধুরি।
গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন আফিফ। এর আগে তিনি গড়েন বাংলাদেশের হয়ে টানা ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড।
অফ ফর্মে থাকায় এরর আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডেও জায়গা হারান বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান।
আফিফের চেয়েও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইবাদত। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন ২৯ বছর বয়সী এই পেসার।
রোববার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে আছেন আফিফ। তবে বাদ পড়েছেন জাকের আলি অনিক।
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন জাকের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই মাঠে গড়াবে সিরিজের দুই টি-টোয়েন্টি ম্যাচ।
আসন্ন এই সিরিজকে সামনে রেখে রোববার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।