এশিয়া কাপের আয়োজন নিয়ে টানাপোড়েন যেন কাটছেই না। কয়েক দিন আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছিল, হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে ছয় জাতির এই টুর্নামেন্ট। অর্থাৎ কেবল গ্রুপপর্বের চারটি ম্যাচ পাকিস্তানের মাটিতে হবে। আর ভারত ও টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়।
তবে এবার নতুন মোড় নিয়েছে, এশিয়া কাপের আয়োজন। প্রস্তাবিত হাইব্রিড মডেল নিয়ে দেখা দিয়েছে নতুন জট। ছয় জাতির এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজনে আগ্রহী না, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভবিষ্যৎ প্রেসিডেন্ট জাকা আশরাফ।
মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরী সম্পর্কের কারণে সেখানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। ফলে এশিয়া কাপের আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে এতদিন পিসিবির দায়িত্বে থাকা নাজাম শেঠিই মূলত হাইব্রিড মডেলের প্রস্তাব করেন। পরে তা মেনে নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
এদিকে দেশটির ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেঠি। তাই পিসিবির নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে জাকা আশরাফের নাম চাউর হয়েছে।
এশিয়া কাপের আয়োজন নিয়ে আশরাফের ভাষ্য, আমি হাইব্রিড মডেলের পক্ষে না। টুর্নামেন্টের পুরোটাই পাকিস্তানে হওয়া উচিত। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিল সেই স্বত্ব পাকিস্তানকে দিয়েছে। কিন্তু বড় ম্যাচগুলোতে এই মডেল অনুযায়ী অন্য জায়গায় হবে, শুধু নেপালের মতো ছোট দলগুলো এখানে খেলবে। পাকিস্তানের সঙ্গে ন্যায়বিচার হয়নি।
এ নিয়ে নাজাম শেঠির বোর্ডকেও দোষলেন পিসিবির হবু এই চেয়ারম্যান। তার (আশরাফ) মন্তব্য, আগের ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি না। কারণ, সংশ্লিষ্ট তথ্যগুলোও আমার কাছে নেই। দায়িত্ব নেওয়ার পর দেখব, পাকিস্তানের জন্য এই কম সময়ে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেওয়ারই চেষ্টা করব।
তাই পিসিবির হবু প্রধানের মন্তব্যের পর এবার নতুন দিকেই মোড় নিতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আয়োজন। এতে করে একপ্রকার অনিশ্চয়তার দিকেই যাচ্ছে এই টুর্নামেন্টের আয়োজন। যার প্রভাব ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মঞ্চেও পরতে পারে।
সূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার মাটিতেও গড়াবে ছয় জাতির এ টুর্নামেন্ট। তবে এখনও চূড়ান্ত সূচি জানানো হয়নি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেটযজ্ঞের।
ছয় দল নিয়ে হচ্ছে এবারের টুর্নামেন্ট। পাঁচ দল আগেই নিশ্চিত হয়েছিল। ষষ্ঠ দল হিসেবে প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে উঠে নেপাল। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপের দলগুলো হলো- বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান।
