ইউক্রেনে রুশ হামলায় নিহত ২

পূর্ব ইউক্রেনের শহর ক্রামতোর্স্কে রুশ ক্ষেপণাস্ত্র হামলা  চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো। 

মঙ্গলবার একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত রেস্তোরাঁয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে দুই জন নিহত হন।

ইহোর ক্লাইমেনকো বলেন, ‘এক শিশুসহ দুইজন মারা গেছে। ২২ জন আহত হয়েছেন। একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এদিকে পূর্ব দোনেৎস্ক অঞ্চলের গভর্নর বলেন, দুটি ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রস্থলের একটি ব্যস্ত এলাকায় আঘাত হেনেছে।

আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো ইউক্রেনের টেলিভিশনকে বলেন, ‘ক্রামতোর্স্ক শহরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এখানে সাধারণ মানুষদের ভিড় ছিল।’

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক বলেন, ‘প্রথম আঘাতটি শহরের কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁয়। দ্বিতীয় আঘাতটি শহরের উপকণ্ঠে গ্রামে।’

দোনেৎস্ক অঞ্চলের সামনের লাইনের পশ্চিমে অবস্থিত ক্র্যামাটর্স্ক শহরটি। এটি ফ্রন্টলাইন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

সূত্র: ডয়েচে ভেলে

সম্পর্কিত পোস্ট

Leave a Comment