পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রি করছে তরমুজ বিক্রেতাগন, বিপাকে ক্রেতা সাধারণ

এ এইচ অনিক ।। বরিশালঃ দেশের দক্ষিনের জেলাগুলোর হাট বাজারে তরমুজ বিক্রি হচ্ছে কেজি দরে। যে কারণে  ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ঘটছে, বাক বিতন্ডা, বিক্রেতারা মানছেনা বিধিনিষেধ। দক্ষিন পশ্চিম অঞ্চলের জেলা গুলির হাটবাজারে যেমন – বরিশাল,বরগুনা,পটুয়াখালী বাগেরহাট,পিরিজপুর, গোপালগঞ্জ, খুলনা ও যশোর সহ দেশের অন্যান্য জেলা ও উপজেলগুলোর পাইকারদের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার তরমুজ পেয়ে থাকি। এসব জেলাগুলোর কয়েকজন তরমুজ চাষীদের সাথে কথা বলে জানা যায় যে, তাদের তরমুজের ক্ষেত ও বাজার থেকে পাইকারগন পিস হিসেবে ৫০ থেকে ১০০ টাকা দরে তরমুজ কিনে নিয়ে ঐ একই তরমুজ বিক্রি করছেন দুই থেকে…

আরো পড়ুন