বোরো ধান ফলনের ভালো সম্ভাবনা

এ এইচ অনিক ।। মাঠের পর মাঠ সবুজ আর সবুজে ঘেরা, তার সাথে যোগ হয়েছে নুতন ধরনের সাদা রং-এর শীষ । এ যেনো এক অপরুপ সৌন্দর্য নিয়ে দেখা দিয়েছে মৌসুমি ফসল বোরো ধানের ক্ষেতে। স্থানীয় কৃষকদের ধারনা, এরকম  আবহাওয়া ভালো থাকলে এবারও জেলার সবগুলো ধানের জমিতে ভালো ফলন হবে । বরিশাল জেলার কয়েকটি উপজেলার মধ্যে উজিরপুর উপজেলা ধানের জন্য বিখ্যাত । এর মধ্যে সাতলার কয়েকটি বিলে ভালো ফসল হয়েছে এবার। আলামদীর বিল, পটিবারি, শিবপুর, বাগধা, আশকোর,রাজাপু খেজুরিয়াসহ কয়েকটি বিলের জমি ধান চাষাবাদের জন্য উপযোগী। এসব এলাকার জমিগুলোতে দোআঁশ মাটি ও…

আরো পড়ুন